
|| জাকারিয়া শেখ | ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
টানা কয়েকদিনের বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব মিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলবাড়ী উপজেলাজুড়ে তিনি ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি। এ সময় ফুলবাড়ী উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল হক আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচিতে যোগ দেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফুলবাড়ী উপজেলার ছয়টি ইউনিয়নের হাটবাজার ও গ্রামাঞ্চলে গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন মাহবুব মিয়া ও তার সহযোগীরা। এ সময় তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং জনগণের দুর্দশায় পাশে থাকার অঙ্গীকার করেন।
দীর্ঘদিন রাজপথে লড়াকু কর্মী হিসেবে পরিচিত মাহবুব মিয়া বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।”
