শনিবার, ডিসেম্বর ২৭

কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

|| কুড়িগ্রাম প্রতিনিধি ||

“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যে উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে উদযাপিত হয়েছে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে শিল্প-প্রকৌশল সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি প্রকৌশলী রায়হান মিক্রা, যুগ্ম সাধারণ সম্পাদক রুকুনুজ্জামান বাবু এবং জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের মোট উন্নয়ন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশ বাস্তবায়নে সরাসরি যুক্ত ডিপ্লোমা প্রকৌশলীরা। তাদের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও নিরলস পরিশ্রমেই দেশের অবকাঠামোগত অগ্রগতি সম্ভব হয়েছে।

প্রকৌশলীদের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকৌশল দপ্তর, বিভাগীয় ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দিবসটি ঘিরে প্রকৌশলীদের মাঝে পেশাগত উন্নয়ন, নতুন অঙ্গীকার ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *