শুক্রবার, ডিসেম্বর ২৬

কুড়িগ্রামে ইসলামী ঐক্য আন্দোলনের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, প্রত্যেক দায়িত্বশীলকে ইক্বামতে দ্বীনের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতে হবে। সবাইকে স্বয়ংক্রিয়ভাবে সাংগঠনিক ও দাওয়াতী সকল কাজের আঞ্জাম দিতে হবে। বৈঠক কে ডাকল আর কে ডাকলো না, সেই অপেক্ষায় থাকার কোন সুযোগ নেই। প্রত্যেককে নিজ থেকেই নিজ ইচ্ছায় নির্ধারিত বৈঠকসমূহে উপস্থিত থাকতে হবে। এবং দাওয়াতি কাজ হরদম চালিয়ে যেতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, সাইকেলের চাকা যেমন যতক্ষণ প্যাডেল মারা হয়, ততক্ষণ চলতে থাকে। তেমনি সংগঠনের কাজেও যতবেশি স্বয়ংক্রিয় থাকবেন, ততবেশী সাংগঠনিক কাজ গতিশীল হবে। স্বয়ংক্রিয় থাকবেন না তো, সাইকেলের চাকার মত সংগঠনের কাজও বন্ধ হয়ে যাবে। তাই সাংগঠনিক ও দাওয়াতী কাজে বিরতির কোনই সুযোগ নেই। উপস্থিত সকল দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আপনারা ইসলামী ঐক্য আন্দোলনের এই বিপ্লবী দাওয়াত সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতার কাছে পৌঁছে দিন। এবং সংগঠনের মজবুতির জন্য নিয়মিত মাসিক বৈঠক ও শাখাসমূহে দারসুল কুরআন নিয়মিত চালিয়ে যান, দেখবেন সংগঠন গতিশীল ও মজবুত হবে ইনশাআল্লাহ।

সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় কুড়িগ্রাম শহরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার দায়িত্বশীলদের বৈঠকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জেলা আমীর মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রুহুল আমীন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোস্তফা শহীদুল হক। আরও উপস্থিত ছিলেন, জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আ.ন.ম. এনায়েতুল্লাহসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *