
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের মইদাম গ্রামের আনন্দবাজার এলাকায় ১ হাজার ৯৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার বায়েজিদের নেতৃত্বে একটি দল অভিযান চালায়।
সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করলে মাদক কারবারিরা ইয়াবা ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা মোটরসাইকেলসহ ইয়াবাগুলো উদ্ধার করে।
এর আগের দিন, শুক্রবার একই ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত থেকে আসা একটি অবৈধ অস্ত্রের চালানও আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে মাদক ও অস্ত্র পাচার রোধে কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।