
|| জাহিদ খান | জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম) ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঐতিহ্যবাহী নাওডাঙ্গা জমিদারবাড়ির তিন শতাব্দী পুরোনো দোল উৎসব এবারও হাজারও ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু দুই দিন ব্যাপি দোল উৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর ভগবান শ্রীকৃষ্ণের দোল মূর্তি আনা হয় জমিদারবাড়ির বিশাল প্রাঙ্গণে। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের প্রতীক এই দোলযাত্রায় ভক্তরা সিংহাসন কাঁধে নিয়ে নাচতে নাচতে মন্দির প্রাঙ্গণে আসেন। মুহূর্তেই ভরে ওঠে পুরো মাঠ।
রংপুর থেকে আসা ভক্ত নির্মল চন্দ্র দেবনাথ ও সঞ্চয় চন্দ্র রায় বলেন, বৃহত্তর রংপুর অঞ্চলে সবচেয়ে জাঁকজমকপূর্ণ দোল উৎসব হয় এই নাওডাঙ্গা জমিদারবাড়িতেই। প্রতিবছর তারা এখানে এসে এই উৎসব উপভোগ করেন। লালমনিরহাট থেকে আসা ভক্ত প্রশান্ত সেন, দীপ্তি রানী ও দুর্জয় চন্দ্র রায় জানান, শৈশব থেকেই তারা এই উৎসবের সঙ্গে যুক্ত। এখানে এলে মানসিক শান্তি অনুভব করেন তারা।
দোলের মেলা উদযাপন কমিটির সদস্য হৃষিকেশ চন্দ্র রায় (ভোলা) ও রতন চন্দ্র রায় জানান, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারও দোল উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে জায়গার সংকুলানের কারণে অনেক ভক্ত পুরোনো রীতির নৃত্য পরিবেশন করতে পারেননি।
মেলায় শত শত দোকান বসে, চলে রাত দেড়টা পর্যন্ত বেচাকেনা। রবিবার দিনব্যাপী চলে “বাসি মেলা”।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি কার্তিক চন্দ্র সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় জানান, তিনটি স্থানে একসঙ্গে দোল উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
স্থানীয় রাজনৈতিক নেতারাও মেলা শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেলা শান্তিপূর্ণ করতে এক সপ্তাহ ধরে কাজ করেছেন। একইভাবে জামায়াতের নাওডাঙ্গা ইউনিয়ন আমীর সামছুল হুদা বাবুল মাস্টার ও জেলা সদস্য রফিকুল ইসলামও মেলার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কমিটিকে সহযোগিতা করেছেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রসিদ বলেন, নাওডাঙ্গা জমিদারবাড়ির পাশাপাশি রাবাইটারী ও বসুনিয়াটারী দোল মন্দির প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। স্থানীয় নেতৃবৃন্দ, মেলা কমিটি ও সুশীল সমাজের সহযোগিতায় এ বছরও ঐতিহ্যবাহী দোল উৎসব আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
নাওডাঙ্গা জমিদারবাড়ির এই দোল উৎসব শুধু কুড়িগ্রাম নয়, বৃহত্তর রংপুর অঞ্চলের একটি বড় ঐতিহ্য। ভক্তদের অংশগ্রহণ, স্থানীয় প্রশাসনের ভূমিকা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এ বছরও দোল উৎসব তার ঐতিহ্য ধরে রেখেছে। আগামী বছরও একই উৎসবমুখর পরিবেশে দোলযাত্রা হবে, এমনটাই আশা ভক্তদের।