মঙ্গলবার, নভেম্বর ৪

কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গণ প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

|| ‎মোঃ রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের কচাকাটায় গঙ্গাধর নদীর তীব্র ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নদী পাড়ের মানুষ। কচাকাটা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১ টায় ধনীরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে দাঁড়িয়ে এই মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা জানান, নদী ভাঙ্গণে বিদ্যুতের সাবমেরিন ক্যাবল, শতশত বসতভিটা, আবাদি জমি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন স্থাপনা হুমকীর মুখে রয়েছে। অবিলম্বে এই ভাঙ্গণরোধে কার্যকরী পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

‎এতে বক্তব্য রাখেন কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ আল-আমীন, সাবেক চেয়ারম্যান হাসেম আলী সরকার, কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *