বৃহস্পতিবার, অক্টোবর ৯

কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের সংবাদ সম্মেলন; আসামিদের গ্রেফতার দাবি

|| আহম্মেদ সায়েম | নিজস্ব প্রতিনিধি ||

বৃহস্পতিবার দুপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হওয়া ভুক্তভোগী পরিবার মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সর্দার ও সেলিম সর্দারসহ অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা-সন্তান মিলে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. রুপম মিয়া অভিযোগ করে বলেন, গত শনিবার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুজ্জামান সর্দার, সেলিম সর্দার ও ওয়াজেদসহ একদল নেশাগ্রস্ত কিশোর গ্যাং সদস্য তার বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা, আলমারি ও ট্রাংক ভেঙে ভিতরে থাকা নগদ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লুটে নেয়।

বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্র দিয়ে রুপম মিয়া ও তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে ওইদিনই হামলার নেতৃত্বদানকারী কামরুজ্জামান সর্দারকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

রুপম মিয়া অভিযোগ করেন, মামলা দায়েরের পরও প্রধান আসামি কামরুজ্জামান সর্দারসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “ঘটনার দিন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাতে আটক চারজনকে উদ্ধার করে আদালতে সোপর্দ করেছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *