শুক্রবার, এপ্রিল ৪

কাস্তে বাঁকা ঈদের চাঁদ_কবিতা

কাস্তে বাঁকা ঈদের চাঁদ আসমানের ঐ কোলে,
খুশির বানে ছুটছে সবাই ঈদ মোবারক বলে।

বাহারি পোশাকে সাজে সবাই খুশবু লাগায় গায়ে,
লাচ্ছি সেমাই মুখে দিয়ে চলছে পাদুকা পায়ে।

গরীব দুঃখী নাহি ভেদাভেদ গাইবো সাম্যের গান,
সাওমের দীক্ষায় গড়বো জীবন দুলবে সজীব প্রাণ।

এক কাতারে হবো সামিল করবো কোলাকুলি,
খোদার বিধানে হবো আগুয়ান সত্যের পথে চলি।

দুঃখ কাতরে কাতরাচ্ছে যারা মস্ত বিমার নিয়ে,
খুশির দিনে লইবো খবর বাড়ি বাড়ি গিয়ে।

নিরন্নদের দিবো খাবার বসবো তাদের সনে,
প্রীতির টানে ভাসবো সবাই আনন্দঘন ক্ষণে।

সালাত শেষে তুলবো দু’হাত ঈদগাহের মাঠে,
শান্তির সওগাত আনবে ঈদ আমার গাঁয়ের বাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *