শুক্রবার, আগস্ট ২২

কালিয়াহরিপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ সদর প্রতিনিধি ||

সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর  ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভূক্ত সুবিধাভোগী ১২০ জন পাটচাষীর প্রত্যেক পাটচাষীদের মাঝে উন্নত জাতের পাটবীজ ১কেজি , ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি এমওপি সার ৩ কেজি প্রত্যেককে মোট ১২ কেজি করে সার বিতরণ করা হয়।

সোমবার (১২মে) সকাল ১১ টার দিকে সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদে উক্ত পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন,  কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ার হোসেন এবং বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সার্বিক দায়িত্বে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. মাইদুল ইসলাম লুলু। এ সময় কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমী ঘোষ, পাট উন্নয়ন কর্মকর্তা অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মো. হাবিবুর, পরিষদের সদস্য অন্যান্য ব্যক্তিবর্গসহ সুবিধাভোগী পাটচাষীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *