
|| আল-আমিন হোসেন | নিজস্ব প্রতিনিধি (সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া-শেরনগরে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নকল্পে এক বিরাট তাফসীরুল কুরআন মাহফিল ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১ ও ২ জানুয়ারি ২০২৬ খ্রি. (বাংলা ১৭ ও ১৮ পৌষ ১৪৩২), রোজ বৃহস্পতিবার ও শুক্রবার কামারপাড়া-শেরনগর কবরস্থান ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারপাড়া-শেরনগর কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা ব্যাংক পিএলসি ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাই সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্স গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শেখ, মুনতাজিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছালাম ফকির, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম সোহেল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম শেখ, মোস্তাক আহম্মেদ মনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে দেশবরেণ্য খ্যাতনামা আলেম-ওলামাগণ পবিত্র কুরআনের তাফসীর পেশ করেন। পাশাপাশি ইসলামী সংস্কৃতির আলোকে মনোজ্ঞ আলোচনা ও ধর্মীয় পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত মুসল্লিদের মাঝে ব্যাপক ধর্মীয় অনুভূতি ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
মাহফিলের শেষ দিনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এন্তেজামিয়া কমিটির পক্ষে কামারপাড়া-শেরনগর কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া সকলের সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
