
|| রফিকুল ইসলাম খান | সিরাজগঞ্জ ||
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশাতে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং হস্তশিল্পের প্রসারে ডিজিটাল মাকেটিং প্রযুক্তি প্রকল্পের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ তথ্য ও যোগ প্রযুক্তি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ‘সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা”র আয়োজনে,
বুধবার (৬ আগস্ট) সকালে ঝাঐল ইউনিয়নের পাইকোশা বাজার এলাকায় অবস্থিত “সুখের আলো মহিলা কল্যাণ সংস্থা”র নিজস্ব কার্যালয়ে উক্ত কম্পিউটার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
তিনি তার বক্তব্য বলেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতী, তরুণ-তরুণীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে এ প্রশিক্ষণ নিলে তাদেরকে দক্ষ করে তুলবে, দক্ষ জনশক্তিতে পরিণত হবেন। তারা অবশ্যই কর্মসংস্থান করতে পারবেন। এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।
তিনি তার বক্তব্যে এ কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ বেকার যুবক-যুবতী এবং তরুণ সমাজের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে, যা ভবিষ্যতে কাজে লাগবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন, ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল সরকার এবং এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সুখের আলো মহিলা কল্যাণ সংস্থার সিরাজগঞ্জের -নির্বাহী পরিচালক -কামরুন নাহার। এসময়ে অনুষ্ঠানে শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।