“মহাকাল”
তুমি মহাকাল, আমি পাপী
তুমি অনন্ত, আমি তোমারই দ্বারস্থ
তুমিই গতি, তুমিই স্রোত; আমি মন্থর।
গা ভাসিয়েছি মহাকালের স্রোতে
ভেসে চলেছি বর্ণহীন সাম্রাজ্যে।
কখনো কালো-ছায়ায় নির্জন গন্ধ ভেসে আসে
মহাকালের পথে-
আমার কর্ণ কুহর ভয়ার্ত সজাগ তোমাকে শুনতে
হৃদযন্ত্র আমার মুহূর্তেই বন্ধ;
খানিক পরেই নিঃশ্বাস ফেলি, তুমি স্পর্শ করে যাও
এঁকে দিয়ে যাও তোমার সৃষ্টির অস্তিত্ব।
আমাকে বলে যাও, তুমি আছো,
তোমার বর্ণ, গন্ধ, ছায়া মিশে যায়,
সৃষ্টি হয় মহাকালের স্রোত।
আমি গেয়ে উঠি-
“তুলেছি পাল ভাসায়ে মোরে
মেহমান আজি তোমার ঘরে”
আমি তখনও ভাবি –
তুমি মহাকাল, আমি পাপী
তুমি অনন্ত, আমি সীমিত
তুমিই গতি, আমি মন্থর
তুমি স্রোত, আমি ভেলা
তুমি প্রকাশ্য
আমি তোমারই রহস্য।