বৃহস্পতিবার, নভেম্বর ২১

কড্ডার মোড় বাজারে ৩৯ কেজি ওজনের যমুনার বাঘাইড়

সিরাজগঞ্জের কড্ডার মোড় বাজারে উঠেছে ৩৯ কেজি ওজনের যমুনার বাঘাইড় মাছ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এই বাজারে বিক্রির জন্য মাছটি তোলা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করে।

স্থানীয়রা জানায়, রবিবার গভীর রাতে জেলেরা যমুনা নদীতে মাছ ধরতে যায়। এ সময় জালে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পরে। পরে মাছটি কড্ডার মোড় বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা।

মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি। এজন্য কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১৩০০ টাকা করে বিক্রি করছি। মাছটি সম্পূর্ণ বিক্রি হলে মোট ৫০ হাজার টাকা পাবো।

মাছটির ক্রেতারা বলেন, দীর্ঘদিন পর কড্ডার মোড় বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হচ্ছে। নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলে এমন বড় মাছের স্বাদ নিতে কিনতে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *