
|| নিজস্ব প্রতিনিধি ||
কক্সবাজারে ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজারে অবস্থিত শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (ঝঐঅই) এর কনফারেন্স রুমে বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিজিনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর আর্থিক সহযোগীতায় এবং মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) এই কর্মশালার আয়োজন করে।
উল্লেখ্য, গত ২০২৩-২৪ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ কর্মসূচীর অধীনে, বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় বিএসএফএফ ‘বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ মাছ উৎপাদন ব্যবস্থা’ শিরোনামে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করে। উক্ত পাইলট প্রকল্পটি এগ্রো-টেকনোলজিস এন্ড ইনোভেশন লিমিটেড (এটিআই), ঝিমংখালী, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার এর মৎস্য খামারে অত্যন্ত উৎসাহব্যঞ্জক ও ইতিবাচক ফলাফলের সাথে বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়িত পাইলট প্রকল্পের মাধ্যমে এটি প্রতীয়মান হয়েছে যে, বাংলাদেশে প্রেক্ষাপটে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর আধুনিক কোরাল/ভেটকি মাছ উৎপাদন সম্ভব এবং এই চাষ ব্যবস্থা লাভজনক। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কোরাল/ভেটকি মাছ চাষ ও মৎস্য রপ্তানি খাতে এই প্রজাতি বৈচিত্রময়তা সৃষ্টিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। কক্সবাজারে পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন এলাকায় আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ উৎপাদন প্রযুক্তি হস্তান্তর সফল হয়েছে যা হতে প্রাপ্ত কারিগরি জ্ঞান পরবর্তীতে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ও বাণিজ্যিকরণের উদ্দেশ্যে আধুনিক পদ্ধতিতে খাদ্য নির্ভর ও কোরাল/ভেটকি মাছ চাষের ক্ষেত্রে আরো বড় ধরনের স্কেল-আপ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে সহায়ক হবে।
গত ২০২৩-২৪ অর্থ-বছরে বাস্তবায়িত পাইলট প্রকল্প থেকে প্রাপ্ত সফল ফলাফল ও অর্জিত কারিগরি জ্ঞানের গুরুত্ব অনুধাবনের প্রেক্ষিতে, ভবিষ্যতে বাংলাদেশে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দক্ষ জনবল সৃষ্টি ও প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন যাতে বাণিজ্যিকভাবে তৈরী খাদ্য নির্ভর কোরাল/ভেটকি মাছের টেকসই উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল ধাপ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের জ্ঞান বৃদ্ধি পায়।
এরই ধারাবাহিকতায়, বর্তমান ২০২৪-২৫ অর্থ-বছরের বিপিসি-বিএসএফএফ এর যৌথ বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে অদ্য ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে কক্সবাজারে বাংলাদেশ শ্রিম্প এন্ড ফিশ ফাউন্ডেশন (বিএসএফএফ) ‘বাংলাদেশ আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষের জন্য ব্যাংকযোগ্য ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক’ কর্মশালার আয়োজন করেছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউট এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান জনাব ড. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামান। এছাড়াও উক্ত কর্মশালায় কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার সিনিয়র উপজেলা/উপজেলা মৎস্য কর্মকর্তাগণ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনিস্টিউট এর সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র এর গবেষকবৃন্দ, সরকারী ও বেসরকারী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, মৎস্যচাষীবৃন্দ, শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (ঝঐঅই) এর প্রতিনিধিবৃন্দ ও অন্যান্য চিংড়ি/মৎস্য হ্যাচারী মালিক/টেকনিসিয়ানগণ, অ্যাকুয়া ইনপুটস ব্যবসায়ী, মৎস্য পণ্য প্রক্রিয়াজাতকারক, বিএসএফএফ-এর কর্মকর্তাগণ ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনগণ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা সকলেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আধুনিক প্রযুক্তিতে বাণিজ্যিক খাদ্য-নির্ভর কোরাল/ভেটকি মাছ চাষ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি অংশীজনদের এক সাথে কাজ করার উদ্যোগ গ্রহণ করার উপর এবং এই ধরণের কর্মশালা চলমান রাখার উপর গুরুত্বারোপ করেন।