সোমবার, ডিসেম্বর ২২

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে জুমার নামাজ পর বিক্ষোভ

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের উদ্যোগে নগরীর জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সমাবেশে পরিণত হয়। এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

একই দিন জুমার নামাজ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসেও পৃথক কর্মসূচি পালিত হয়। রাকসু প্রতিনিধিসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা দাবি করেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসীদের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বক্তারা বলেন, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যারা দেশের বাইরে অবস্থান করছে, তাদের ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি সহিংসতার শিকার হচ্ছেন। এ পরিস্থিতির জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত বাংলাদেশে কোনো বিদেশি আধিপত্যবাদ কিংবা দালালদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

সমাবেশ শেষে নিহত শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *