
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় মানিকগঞ্জে ছাত্র-জনতা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের রফিক চত্ত্বর থেকে শুরু করে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তারা বলেন, মুক্তচিন্তা ও প্রতিবাদের অধিকারকে স্তব্ধ করার জন্যই এই হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, বরং জনগণের কথা বলার স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন যে, যদি অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হয়, তবে মানিকগঞ্জসহ সারাদেশে বিপ্লবী ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এ সময় মানিকগঞ্জের বিভিন্ন বিপ্লবী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন এবং তাঁরা এই ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানান।
