
|| মুহাম্মদ আলকামা সিদ্দিকী ||
এরকম হয়, কিছুদূর যেয়ে দেখি
জুতোর বদলে মোজাপরা পায়ে চড়িয়েছি চপ্পল
ফিরে যেতে হয় আবার ঘরে।
এরকম হয়, বহুদিনের চেনা বন্ধুর মুখ মনে পড়ে
নাম তার মনে করতে পারি না কিছুতেই,
ভুলে যাই, ভুলে যাই।
এরকম হয়, ঘর থেকে বের হয়ে
বড় রাস্তায় ওঠার পর
হঠাৎ মনে হয়, আশঙ্কা জাগে,
দরজায় তালাটা দিয়েছি তো ঠিক?
ভাবি ফিরে যাই, যেয়ে দেখি।
আবার ভাবি এতটাই কি ভুলোমনা হয়ে গেছি আমি!
ভয়ে ভয়ে ঘরে ফিরি, দেখি তো নেড়ে দরজা কি লক করা?
হুট করে যাবে নাতো খুলে ধরলে হাতল।
এরকম হয়, মাথার ভেতরে যখন
কবিতার ভীষণ ঝড়ো শব্দেরা করে ভয়াবহ ভীড়,
যখন চরণে তাদের ছন্দের নূপুর পরাতে যাই,
তারা উড়ে উড়ে যায়, ভেসে ভেসে যায়,
অলীক জোছনায় মোড়া দূর সাগরের তীরে, ধীরে,
আমাকে শব্দহীন করে।
এরকম হয়, খুব কষ্ট যে হয় সে কথা বলি না আর।
খুব, খুব কষ্ট পাই তোমাকে না পাওয়ার কষ্ট পেয়ে
যে কবিতা লিখতে চেয়েছি সে কবিতা লেখা না হওয়ার কষ্টে।
লেখক : কবি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব।