
অভিনয় দিয়ে দুই বাংলা জয় করেছেন তাসনিয়া ফারিণ। ঝুলিতে ভরেছেন একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার। এবার যেন তার পালকে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালক। দেবের নায়িকা হচ্ছেন ফারিণ।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাতা অভিজিতের ‘প্রতীক্ষা’ সিনেমায় দেবের সঙ্গে জুটি বাঁধছেন ফারিণ। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে থাকছেন মিঠুন চক্রবর্তী। বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন-দেবকে।
জানা গেছে, নভেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। লন্ডন ও কলকাতায় হবে দৃশ্যধারণের কাজ। তবে বেশিরভাগ অংশের শুটিং হবে লন্ডনে।