শুক্রবার, জানুয়ারি ৯

এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না : সিইসি

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||

বাংলাদেশে এবার আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং প্রতিটি প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

সিইসি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, আইনি তথ্যের ভিত্তিতেই তার চূড়ান্ত সমাধান করা হবে। কমিশন সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাসী এবং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সিইসি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সম্পূর্ণ আইনি পন্থায় চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *