সোমবার, জানুয়ারি ২৬

এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে: মাহফুজুর রহমান

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

খুলনা-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান আসন্ন নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে গণরায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এবারের নির্বাচন হবে জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। যারা আধিপত্য ও ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে খালিশপুর থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের বাংলার মোড়ে আয়োজিত নির্বাচনী জনসভা ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর গাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি বিপ্লব হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে হত্যাকাণ্ডসহ নানা রাজনৈতিক সহিংসতার বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি দাবি করেন, জুলাইয়ের শহীদদের ন্যায়বিচার আদায়ের পথও এতে সুগম হবে। একই সঙ্গে তিনি বলেন, যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তারা কার্যত আধিপত্যবাদীদের সহযোগী হিসেবে পরিচিত হবে।

তিনি আরও বলেন, তিনি কোনো পদ বা পরিচয়ের প্রতিনিধি হিসেবে নয়, বরং শ্রমজীবী মানুষ, রিকশা-ভ্যানচালক, দোকানকর্মচারী ও সাধারণ জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে নেমেছেন। বৈষম্যের শিকার মানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি রাজনীতিতে এসেছেন বলেও উল্লেখ করেন।

একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজনকে হত্যা করলেও তার আদর্শ কোটি মানুষের হৃদয়ে জন্ম নিয়েছে। এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। ভবিষ্যৎ বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী কিংবা ফ্যাসিবাদী শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অধ্যাপক মাহফুজুর রহমান অভিযোগ করেন, বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। অনেক নাগরিক জীবনে একবারও ভোট দেওয়ার সুযোগ পায়নি। তিনি বলেন, ভোট ডাকাতির রাজনীতি আর চলতে দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, খালিশপুর থানা জামায়াত আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, বি এল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

জনসভা শেষে অধ্যাপক মাহফুজুর রহমান ও তাঁর সহকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *