শনিবার, অক্টোবর ১১

এপিইউবি’র নতুন সভাপতি ও মহাসচিবের সঙ্গে জনসংযোগ কর্মকর্তাদের মতবিনিময়

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান ও মহাসচিব আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান জনাব ইশতিয়াক আবেদীনের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জনসংযোগ কর্মকর্তাদের সংগঠন (প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন) নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। গতকাল ২৫ আগস্ট রাজধানীর বনাননীতে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) স্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক (জনসংযাগ) জনাব বেলাল আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশন এর সভাপতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জনসংযোগ প্রধান জনাব মনিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক ইউনাইটেড ইন্টারনাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) জনাব আবু সাদত, সিনিয়র সহ-সভাপতি বিজিএমইএ ইউনিভার্সিটিঁ অব ফ্যাশন টেকনোলজির পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, সহ-সভাপতি আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর পরিচালক (জনসংযোগ) জনাব আবু মিয়া আকন্দ তুহিন, যুগ্ম সাধারন সম্পাদক ড্যাফোডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ সহকারি পরিচালক (জনসংযোগ) মো: আনোয়ার হাবিব কাজল, অর্থসম্পাদক ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) মামুন ঊল মতিন, সহ-অর্থসম্পাদক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, অফিস সেক্রেটারী নদার্ন ইউনিভার্সিটির পরিচালক (জনসংযোগ) শেখ মাহাবুব, জনসংযোগ ও প্রশিক্ষণ সেক্রেটারী আইইউবিএটি’র পরিচালক (জনসংযোগ) আল আমিন সিকদার শিহাব, প্রচার সম্পাদক সোনারগাঁও ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, সাহিত্য ও প্রকাশনা সেক্রেপারী বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স এর জনসংযোগ কর্মকর্তা হাসিনা এনজেল ও কো-কালচারাল সেক্রেটারী এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা বদিউর রহমান সোহেল।

অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড. মো: সবুর খান ও মহাসচিব জনাব ইশতিয়াক আবেদীনকে প্রাইভেট ইউনিভার্সিটি পালিক রিলেশনস্ অফিসারস এসােসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং এসোসিয়েশনের স্মারক প্রকাশনা ”সংযোগ” তাদের হাতে তুলে দেয়া হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) নব-নির্বাচিত সভাপতি ড. মো: সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে, জনমত গঠনে এবং মিডিয়া সামলানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলোর সম্পাদনে জনসংযোগ কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয়। একই সাথে তিনি নেগেটিভ প্রপাগান্ডার বিরুদ্ধে পেশা দারিত্বের সাথে সম্মিলিতভাবে সবার ভয়েজ রেইজ করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারের কোনরূপ সহায়তা ছাড়া নানা ক্ষেত্রে বিশেষ করে কোয়ালিটি, কমপ্লয়েন্স, র‌্যাংকিংয়ে অনেকক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেলে জায়গা করে নিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এসব সাফল্যগাঁথা মিডিয়াতে গুরুত্বের সাথে তুলে ধরতে তিনি জনসংযোগ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

এপিইউবি থেকে বিশ্ববিদ্যালয়সমূহের অর্জন, সাফল্য, উন্নয়নের তথ্য প্রচারে সর্বাত্নক সহযোগিতা করা হবে বলে তিনি জানান এবং প্রয়োজনে মিডিয়া সেল গঠনের মাধ্যমে গণমাধ্যমের সাথে গোল টেবিল বৈঠক, ইন্টারভিউ, সাপ্লিমেন্ট, বিজ্ঞাপন ইত্যাদির ব্যবস্থা করার পাশাপাশি একটি তৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করার ব্যাপারে এপিইউবি অফিসের আগ্রহের কথা তিনি জানান।

তিনি জনসংযোগ কর্মকর্তাদের পেশগত উন্নয়নে ট্রেনিং সেশনসহ আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে এপিইউবি’র সহযোগিতা ও সমর্থন থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *