বুধবার, জুলাই ৩০

এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

|| বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||

সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে-সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমাআ এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থান মাঠে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।

জানাযা নামাজে বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক নুর আলম মন্ডল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লাসহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন।

তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম ও এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান-সহ বিএনপি-জামায়াত ও বণিক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *