
|| ভি কে জয় | বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের এনায়েতপুর থানা কমিটি গঠিত হয়েছে। এম এম আনোয়ারুল ইসলামকে সভাপতি ও মাওঃ জাকারিয়া হুসাইন সিরাজীকে সেক্রেটারী নির্বাচিত করা হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) এনায়েতপুর থানাধীন রুপনাই জামিয়া আরাবিয়া আবু বক্কার সিদ্দিক (রা:) মাদ্রাসা চত্বরে এ উপলক্ষ্যে আলোচনা সভা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এই থানা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ নুরুন্নবী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওঃ মুফাসসেল হক, অর্থ সম্পাদক ডাঃ খালিদ হাসান, প্রচার সম্পাদক মাওঃ আলী আকবার, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ ফজলুর রহমান, দফতর সম্পাদক মুফতি ইব্রাহিম সিরাজী ও ছাত্র বিষয়ক সম্পাদক মাওঃ আলমগীর হোসাইন নির্বাচিত হয়েছেন।
খেলাফত মজলিসের সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী আব্দুর রউফ (দাঃ বাঃ) ও জেলা সেক্রেটারি মুফতী আহমাদুল্লাহ সিরাজী কমিটির অনুমোদন করেন। এসময় জেলা সিনিয়র সহসভাপতি মুফতী আমজাদ হোসাইন ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আম্বর সিদ্দিকী উপস্থিত ছিলেন।
