বৃহস্পতিবার, অক্টোবর ২৩

এডভোকেট আব্দুল মান্নান কালাদী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী ও ইউআইটিএস-এর আইন বিভাগের অধ্যাপক এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া নারায়ণগঞ্জের কালাদী শাহাজউদ্দিন জামেয়া-ই-ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন। সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক এই মনোনয়ন দেওয়া হয়।

এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া উক্ত মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়ে মহান আল্লাহর দরবারে লাখোকোটি শুকরিয়া জ্ঞাপন করেছেন। সেইসঙ্গে তিনি মাদ্রাসাটির আজীবন দাতা সদস্য এবং ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, মাদ্রাসাটির ডায়নামিক প্রিন্সিপ্যাল-সহ সংশ্লিষ্টদের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠানের পড়ালেখার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে সচেষ্ট থাকবো। সকলের সহযোগিতায় মাদ্রাসাটি আগের চেয়ে আরো উন্নত ও সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ।

মাদ্রাসার প্রিন্সিপ্যাল ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ গভর্নিং বডির নতুন সভাপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার কাঞ্চনে অবস্থিত কালাদী শাহাজউদ্দিন জামেয়া-ই-ইসলামিয়া কামিল মাদ্রাসা ১৯৭৮ সালে দাখিল মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এরপর ১৯৮৪ সালে আলিম ও ফাজিল মাদ্রাসা হিসেবে উন্নীত হয়। পরে ২০২২ সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পর্যায়ে পাঠদানের অনুমোদন লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *