
|| আব্দুল হামিদ সরকার ||
একুশ তুমি ——
ঐতিহ্যের স্মারক,
চেতনার উদ্বোধক।
স্বাধীনতার সোনালী বীজ,
চেতনার বহ্নিশিখা ।
একুশ তুমি ——-
বাঙালি সংস্কৃতির ভিত্তি,
জাতীয় সংহতি প্রকাশের শ্রেষ্ঠ দিন।
অধিকার প্রতিষ্ঠার সুতিকাগার,
কৃষ্টি প্রগতির উৎস ভূমি ।
একুশ তুমি —–
দাবি আদায়ের ঝাঝালো কন্ঠ,
কালের স্বাক্ষী পুষ্পাঞ্জলি ।
পদ্মা মেঘনা যমুনার ঠিকানা,
বাঙালি পরিচয়ের সেরা কৃষ্টি পাথর।
একুশ তুমি —–
ফাগুনে ফোটা লাল পলাশ,
শিশুর হাতে লাল বর্ণমালার প্রচ্ছদ।
সুরম্য শহীদ মিনার,
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
একুশ তুমি —–
রুখে উঠা জনতার একমুঠো হাত,
দৃঢ় অঙ্গীকার, শোকের মাতম ।
বাঙালির বাংলা, অহংকার,
দেশ গঠনের প্রেরণা ও বর্ণিল সাজ।
লেখক: বিশিষ্ট কবি ও ঔপন্যাসিক এবং সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। রচনাকাল: ২০ ফেব্রুয়ারি, ২০২৫।