মঙ্গলবার, জুলাই ২৯

এইউবিতে “শিক্ষা সংস্কার : শিক্ষার সকল ক্ষেত্রে নীতি ও নৈতিকতা” শীর্ষক সেমিনার

|| নিজস্ব প্রতিবেদক ||

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে-এ “শিক্ষা সংস্কার : শিক্ষার সকল ক্ষেত্রে নীতি ও নৈতিকতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো:নূরূল ইসলাম।

এইউবিতে “শিক্ষা সংস্কার : শিক্ষার সকল ক্ষেত্রে নীতি ও নৈতিকতা” শীর্ষক সেমিনার

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তরুন প্রজন্মের অহংকার হাফেজ হাসান সাদেক আনাস। তিনি তার মূল প্রবন্ধে বিশ্বজুড়ে শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতার অভাবের বিষয় উল্লেখ করেন। জাপান ও কঙ্গোসহ বিভিন্ন দেশের উদাহরণ উপস্থাপন করে নীতি—নৈতিকতার কারণে অগ্রগামীতার নানা বিষয়ে চমকপ্রদ যুক্তিসহ আলোচনা করেন।

আলোচনা শেষে প্রধান অতিথি ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, আদর্শকে জলাঞ্জলি দিয়ে কখনো সত্যিকারের মানুষ হওয়া যায় না। শিক্ষাক্ষেত্রে সর্বাগ্রে নৈতিকতা বিবর্জিত যে কোন কাজকে কঠোর হাতে দমন করতে হবে। সর্বত্র আদর্শ ও মূল্যবোধকে ধারণ করতে হবে।

সভাপতির বক্তব্যে এইউবি ট্রেজারার বলেন, শিক্ষা একজন ব্যক্তিকে অজ্ঞতার অন্ধকার থেকে নিয়ে আসে আলোতে। আর নৈতিকতা মানুষের জীবনকে করে তোলে সুন্দর ও সমৃদ্ধ। এ দু’টোর সমন্বয় হলে একজন মানুষ সৎ ও চরিত্রবান হতে পারে। এ সময় এইউবি সেমিনার হলে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা—কর্মচারীসহ অন্যান্যরা। সেমিনারটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মো: ওসমান গনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *