শনিবার, অক্টোবর ১১

এইউবিতে “মহানবীর আদর্শে রাষ্ট্র ব্যবস্থার রুপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি)-এ “মহানবীর আদর্শে রাষ্ট্র ব্যবস্থার রুপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসের সেমিনার কক্ষে সোস্যাল সায়েন্স ইন্সটিটিউট এর উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। প্রধান আলোচক ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল হক আজাদ। মূল আলোচক ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: জাকির হোসেন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন এইউবি ট্রেজারার প্রফেসর ড. মো: নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এইউবি প্রতিষ্ঠাতা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারী হিসেবে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করে কুরআনে বর্ণিত শাসনব্যবস্থা দিয়ে সব ধরনের বৈষম্যের মূলোৎটপাটন করেছিলেন। সমাজ থেকে সব বৈষম্য দূর করতে হলে মহানবীর আদর্শে রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে হবে। বর্তমান সমাজের সকল অন্যায় অনাচার, দূর্নীতি, অন্ধকার দূর করতে হলে আমাদেরকে রাসূল (সা.) এর আদর্শের কাছেই ফিরে যেতে হবে।

সেমিনারের প্রধান আলোচক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল (সা.) আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তাসহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ।

মূল আলোচক বলেন, আমরা রাসুল (সা.) ও তাঁর পরবর্তী খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল (সা.) এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।

উক্ত সেমিনারে ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের অধ্যাপক ড. মোঃ ওসমান গনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *