
|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
নতুন বছরের প্রথম দিন আজ ১ জানুয়ারি থেকে শুরু হলো নতুন শিক্ষাবর্ষ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের আবহে এবার কুড়িগ্রামের চিলমারীতে কোনো আনুষ্ঠানিক উৎসব ছাড়াই সাধারণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার উপজেলার বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়।
সকালে বালাবাড়ী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক বদরুদ্দোজা বুলু (এম এস এস, অর্থনীতি), প্রধান শিক্ষক স্বাধীন কুমার দাস, সহকারী শিক্ষক সাদাকাত সাজু, সিদ্দিকূল ইসলাম, জাহেদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানায়, বছরের শুরুতে নতুন বই পাওয়া তাদের লেখাপড়ায় আরও মনোযোগী করে তুলবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। শোক চলাকালীন বই বিতরণ হবে কি না, তা নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে কিছুটা সংশয় ছিল। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ জানান, এবার কোনো উৎসব হবে না, শুধুমাত্র নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষকরা বই বিতরণ করবেন—এমন নির্দেশনা মোতাবেকই কার্যক্রম চলছে।
এদিকে, পাঠ্যপুস্তক সরবরাহ নিয়ে কিছুটা উদ্বেগ রয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, মাধ্যমিক পর্যায়ের প্রায় ১৮ কোটি ৩২ লাখ বইয়ের মধ্যে এখনো বড় একটি অংশ ছাপা ও সরবরাহ বাকি। ফলে বছরের শুরুর দিনে মাধ্যমিকের শতভাগ শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছানো নিয়ে সংশয় রয়েছে। অনেক শিক্ষার্থী মার্চ মাসের আগে সব বই নাও পেতে পারে বলে জানা গেছে। তবে প্রাথমিক পর্যায়ের বই বিতরণ কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।
