সোমবার, ডিসেম্বর ২৯

উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের ৩টি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন।

​মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এরপর দুপুরে এ আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এছাড়া এই আসনে এবি পার্টির পক্ষ থেকে অ্যাডভোকেট আব্দুর রউফ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

​মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক এবং বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবির। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক তোজা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা খোরশেদ আলম।

​মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মাওলানা সালাউদ্দিন এবং বিএনপির প্রার্থী হিসেবে মইনুল ইসলাম খান শান্ত মনোনয়নপত্র জমা দেন।

​মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া জানান। তারা একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *