
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন।
মানিকগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। এরপর দুপুরে এ আসনে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এছাড়া এই আসনে এবি পার্টির পক্ষ থেকে অ্যাডভোকেট আব্দুর রউফ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক এবং বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবির। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ তোজাম্মেল হক তোজা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন মাওলানা খোরশেদ আলম।
মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের মাওলানা সালাউদ্দিন এবং বিএনপির প্রার্থী হিসেবে মইনুল ইসলাম খান শান্ত মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে তাদের প্রতিক্রিয়া জানান। তারা একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
