
|| কুড়িগ্রাম প্রতিনিধি ||
কুড়িগ্রামে পরিবেশ সংরক্ষণ ও আইন প্রয়োগে জেলা প্রশাসন আবারও কঠোর অবস্থান নিয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উলিপুর উপজেলায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক ইটভাটায় অর্থদণ্ড আদায় করা হয়।
উলিপুরের পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা এলাকায় অবস্থিত মেসার্স এ আর ব্রিকস কর্তৃপক্ষ জেলা প্রশাসকের পূর্বানুমতি ছাড়াই ইট উৎপাদনের জন্য মাটি উত্তোলন করছিল। পরিবেশগত এই লঙ্ঘনের কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করে। পাশাপাশি হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এছাড়া জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।
