শনিবার, আগস্ট ২৩

উপজেলা-পৌরসভা বিএনপি’র নির্বাচন পরিচালনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

গণতান্ত্রিক চর্চার সূতিকাগার বিএনপি’র উপজেলা/পৌরসভা পর্যায়ে নির্বাচন পরিচালনার লক্ষ্যে খুলনা জেলা বিএনপি’র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনার এ্যাড. আব্দুস সবুর, সহকারী নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম নূর, অধ্যাপক মফিজুল ইসলাম, এ্যাড. হাবিবুর রহমান মালী ও অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে গত ২ আগস্ট খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ। একই সাথে দীর্ঘ চিকিৎসার পর জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু সুস্থভাবে বাড়ী ফিরে আসায় মহান আল্লাহ্’র প্রতি শুকরিয়া আদায় এবং একই সাথে তার জন্য দোয়া করায় দলীয় নেতাকর্মী-সমার্থক তথা খুলনাবাসীর প্রতি নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *