ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র উদ্যোগে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বেলকুচির চারজন-সহ চার উপজেলার মোট ষোলজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) এনডিপি’র প্রধান কার্যালয়ে কৈশোর কর্মসূচির আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।
এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার চারটি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি ও রায়গঞ্জ) সামাজিক কাজে অবদান রাখা কৃতি ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ সাংবাদিক ও শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। সম্মানিত এই গুণী ব্যক্তিদের সার্টিফিকেট, ক্রেস্ট ও গিফট প্রদান করা হয়েছে।
বেলকুচিতে সম্মাননা পাওয়া ব্যক্তিদের মধ্যে সামাজিক কর্মকাণ্ড ও উন্নয়নের জন্য বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব গাজী সাইদুর রহমানকে, বাংলা চ্যানেল পাড়ি দিয়ে বেলকুচির জন্য সম্মান বয়ে আনায় মুসা হাশেমীকে, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য গোলাম মোস্তফা রুবেলকে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য হানিফ মোহাম্মদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও তিন উপজেলায় চার ক্যাটাগরিতে আরও ১২ জন ছাড়াও অনুষ্ঠানে সংস্থা কর্তৃক বাস্তবায়িত কৈশোর কর্মসূচির ৪ টি উপজেলা হতে ১০ জন করে মোট ৪০ জন মেন্টরকে পুরস্কার প্রদান করা হয়।