বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫

উত্তর কোরিয়ায় রুশ রাষ্ট্রদূতের মৃত্যু

|| আন্তর্জাতিক ডেস্ক ||

উত্তর কোরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মাতসেগোরা ৭০ বছর বয়সে মারা গেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি। সূত্র: মস্কো টাইমস

মাতসেগোরাকে সর্বশেষ দেখা গিয়েছিল গত সপ্তাহের মঙ্গলবার। ওইদিন তিনি মস্কোতে কোরিয়ান ভাষার কোর্সে অংশ নেয়া রাশিয়ান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি ছাত্রদের সঙ্গে আলোচনা এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছেন।

মাতসেগোরা ২০১৪ সালে উত্তর কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।

এর আগে, তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম এশিয়ান বিভাগের উপ-পরিচালক এবং পাঁচ বছর ধরে পিয়ংইয়ংয়ের রাশিয়ান দূতাবাসে কাউন্সেলর-এনভয় হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিশিষ্ট অর্ডার অব আলেকজান্ডার নেভস্কি দিয়ে প্রেসিডেন্ট পুতিন তাকে সম্মানিত করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *