
|| আন্তর্জাতিক ডেস্ক ||
উগান্ডায় সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন প্রধান বিরোধী দলীয় প্রার্থী ববি ওয়াইন। বর্তমানে আত্মগোপনে থাকা এই পপ তারকা থেকে রাজনীতিতে আসা নেতা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনিকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে ভোট চুরি করা হয়েছে এবং এর যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৮১ বছর বয়সী মুসেভেনিকে ৭২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন, আর ববি ওয়াইন পেয়েছেন ২৫ শতাংশ ভোট। এই ফলাফলকে ‘বানোয়াট’ অভিহিত করে ববি ওয়াইন জানান, নির্বাচনের দিন ব্যালট ছিনতাই, ভুয়া ভোট প্রদান এবং বিরোধী এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
ববি ওয়াইনের দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) অভিযোগ করেছে যে, নির্বাচনের দিন এবং পরবর্তী সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন সমর্থক নিহত হয়েছেন। অন্যদিকে, দীর্ঘ চার দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট মুসেভেনি বিরোধী দলের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার পালটা অভিযোগ তুলেছেন। দেশটির সরকার গুজব ছড়ানো রোধের অজুহাতে চার দিন ইন্টারনেট বন্ধ রাখলেও জাতিসংঘ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে ‘ভীতি প্রদর্শন ও দমন-পীড়নের’ ভোট হিসেবে বর্ণনা করেছেন। মুসেভেনি ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকলেও এবারের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা
