
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে বহিস্কারের দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্ৰাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কস্থ সৈয়দ মার্কেটের ইসলামী ব্যাংকের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা বলেন, এস আলম শেয়ার হোল্ডারের সাথে সাথে তার নিজ উপজেলা পটিয়া থেকে অবৈধভাবে কোনো নিয়মনীতি না মেনে সাড়ে পাঁচ হাজার লোক নিয়োগ দেন।
তারা আরো বলেন, হাইকোর্ট ও বাংলাদেশ ব্যাংকের রুলস মেনে গত ২৭/০৯/২০২৫ খ্রি. শনিবার মেধা ও প্রমোশনের জন্য পরীক্ষার ব্যবস্থা করে ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু সারাদেশ থেকে সবাই অংশগ্রহণ করলেও পটিয়ার সাড়ে পাঁচ হাজার লোক অংশগ্রহণ করে নাই। তারা আরও বিদ্রোহ ঘোষণা করে আন্দোলন শুরু করে।
২৮ তারিখ রবিবার ইসলামী ব্যাংক ম্যানেজমেন্ট ঐ আন্দোলনকারীদের আইডি ব্লক করে রাখেন এবং ওএসডি করেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, দাবি একটাই, এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ করা সকলকে চাকরি থেকে বহিস্কার করতে হবে এবং নিয়ম অনুযায়ী নতুন করে নিয়োগ দিতে হবে, যাতে কোনো মেধাবী হয়রানি না হয় এবং মেধাবী ও যোগ্যরা চাকরি করতে পারে।