
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৯ মে) বাদ জুমআ রাজধানীর পল্টনস্থ সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উভয় কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের শুরুতে দরসে কুরআন পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর
মাওলানা মুহাম্মাদ মহিব্বুল্লাহ ভূঁইয়া।

স্বাগত বক্তব্যে সভাপতি জনাব মোস্তফা বশিরুল হাসান বলেন, সরকার নারী কমিশনের মাধ্যমে ইসলাম তথা কুরআন-সুন্নাহ বিরোধী যে প্রস্তাবনা উপস্থাপন করেছে, তা চরম ধৃষ্টতাপূর্ণ ও দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিকারী ফ্যাসিস্টদের নীল নকশা বাস্তবায়নের খপ্পরে পড়েছে। আর সরকার যে ইসলামপন্থীদের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং ভারতের সেবাদাসে পরিণত হয়েছে এই কমিশন তাঁর জ্বলন্ত প্রমাণ। পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদের কৃষ্টিকালচার আমাদের দেশে চালুর নীল নকশা এই নারী কমিশনের ইসলামবিরোধী প্রস্তাবনাসমূহ। সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে এই অবৈধ নারী কমিশন ও অরুচিকর এবং মস্তিষ্ক বিকৃতকারীদের প্রস্তাবনাসমূহ বাতিল করতে হবে।