শুক্রবার, জানুয়ারি ২৩

ইসলামী ঐক্য আন্দোলনের শিক্ষা সফর ৩০ জানুয়ারি: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক শিক্ষা সফর ও নৌ ভ্রমণকে কেন্দ্র করে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) পদ্মা নদীর মাওয়া ঘাট সংলগ্ন নৌপথে এই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানটি উদযাপিত হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে সংগঠনের রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জনাব মোস্তফা বশিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জানানো হয়, এবারের শিক্ষা সফরকে জ্ঞানগর্ভ ও আনন্দময় করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল ৭:৩০ মিনিটে যাত্রা শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮:০০ টা পর্যন্ত।

আয়োজক কমিটি জানিয়েছে, ২৫ জানুয়ারির মধ্যে অবশ্যই এই শিক্ষা সফরে যেতে ইচ্ছুক সকলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

শিক্ষা সফর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা জানান, সুসজ্জিত বড় লঞ্চে নামাজ, খাবার ও প্রয়োজনীয় সকল আধুনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *