মঙ্গলবার, ডিসেম্বর ৩০

ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকাস্থ কেন্দ্রীয় মজলিসে আমলের বৈঠক

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকাস্থ কেন্দ্রীয় মজলিসে আমলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাদ মাগরিব ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আন্দোলনের কেন্দ্রীয় আমীর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে গত ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আন্দোলনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহঃ) স্মরণে অনুষ্ঠিত সেমিনার বিষয়ে পর্যালোচনা ও মূল্যায়ন হয়। সেমিনার সুন্দর ও সফল হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত শ্রোতামন্ডলী ও সম্মানিত মেহমান, আলোচকবৃন্দ দীর্ঘ সময় ধৈর্যের সঙ্গে উপস্থিত থেকে সেমিনারে সর্বাত্মক সহযোগিতা করে সফল করায় সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *