
|| মোঃ আরিফুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (ঢাকা) ||
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ পরীক্ষা হঠাৎ স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগপ্রার্থীরা। পূর্ব ঘোষণা না পাওয়ায় রাজধানীতে এসে পরীক্ষায় বসতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মূল ফটকের সামনে নিয়োগপ্রার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন।
এর আগে, গত বুধবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত বিভিন্ন চিঠি এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতার কারণে আপাতত এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে জনবল নিয়োগ প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণের তারিখ ও অন্যান্য সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই ঝুলে আছে। নতুন করে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ায় চাকরি প্রত্যাশীরা হতাশা প্রকাশ করেছেন।