বৃহস্পতিবার, নভেম্বর ২১

ইসরায়েলি হামলায় ইরানি নারীকে হত্যায় তেহরানের নিন্দা

|| আন্তর্জাতিক ডেস্ক ||

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে এক ইরানি নারী ও তার স্বামী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাস।

রবিবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে বৈরুতে অবস্থিত ইরানের দূতাবাস বলেছে, ইহুদিবাদী শাসকদের সামরিক ড্রোন হামলায় গত ১৯ অক্টোবর লেবাননের একটি জনবহুল এলাকায় ইরানি নারী মাসুমেহ কারবাসি ও তার স্বামী প্রাণ হারান। খবর ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার।

নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী নিষ্ঠুর এ হামলার তীব্র নিন্দার সঙ্গে সঙ্গে দূতাবাস ইরানি নারীর সন্তান ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

ইরানের কূটনৈতিক মিশন আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলের হামলা থেকে নিরপরাধ মানুষের জীবন রক্ষার জন্য অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, শনিবার তাদের ড্রোন হামলায় বৈরুতের উত্তরে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর জুনিহে হাইওয়েতে গাড়ি চালানো অবস্থায় দুই আরোহী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে বলা হয়েছে, একজন পুরুষ ও একজন নারী গাড়ি থেকে নেমে যাওয়ার সময় ড্রোনটি গাড়িতে তিনবার গুলি চালায়, ফলে তারা মহাসড়কের পাশের একটি মাঠে পড়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *