
|| নিজস্ব প্রতিবেদক ||
হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ ও জাতির জন্য গভীর ষড়যন্ত্র। যতই দিন যাচ্ছে ততই এই সংগঠটি দেশ ও জাতির জন্য ভয়ংকর হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া (ভারপ্রাপ্ত)। আজ শনিবার (২৫ অক্টোবর) দলটির রাজধানীস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
ইসকনের সকল কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের মধ্যে চরম অস্থিরতা সৃষ্টির জন্য ‘র’ এর ছত্রছায়ায় ইসকন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। অনতিবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। ইসলাম ও মুসলিম বিদ্বেষী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের হোতা এই ইসকনের অপতৎপরতা বন্ধ করতে না পারলে দেশ ও জাতিকে চরম খেসারত দিতে হবে। সাম্প্রতি মাওলানা মুহিব্বুল্লাহ মাদানী সাহেবকে অপহরণ করে যে নিষ্ঠুর ও জঘন্য নির্যাতন তারা করেছে, এই একটি কারণেই; তাদেরকে নিষিদ্ধ করা যায়।
তিনি আরো বলেন, দেশে আর্থ- সামাজিক ও রাজনৈতিক যে অস্থিরতা, তার মূলে ইসকন ও ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’। সরকারকে অবশ্যই দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মুহিবুল্লাহ মাদানীর উপর নির্যাতনের সুষ্ঠু বিচার করতে হবে। নইলে তৌহিদী জনতা এদের মোকাবেলা করতে রাজপথে নামতে বাধ্য হবে।
