বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান।
বুধবার (১৩ ডিসেম্বর’২৩) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইরানের রাষ্ট্রদূতের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়েদ রেজা মুহাম্মাদি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। ইরানের রাষ্ট্রদূত এ সময় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খানকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে খোঁজ খবর নেন এবং এর উত্তরোত্তর সফল কামনা করেন।
সাক্ষাৎ শেষে তাঁরা পরস্পরের সাথে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।