ইরাকে ‘কারবালা আন্তর্জাতিক হলি কোরআন অ্যাওয়ার্ড’ এর ৩য় আসরে বিচারক হিসেবে অংশ নিচ্ছেন বিশ্ববিখ্যাত ক্বারি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী। শনিবার (২৯ জুন) এ উপলক্ষে তিনি ঢাকা ছেড়েছেন।
নবীজি (স.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর স্মৃতিবিজড়িত কারবালা মাজার প্রাঙ্গনে আজ সোমবার (১ জুলাই) থেকে এ প্রতিযোগিতার মূল আসর শুরু হচ্ছে।
ইতিপূর্বে শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী ইরাকের কুর্দিস্তানে তিনবার সফর করেন এবং বিচারক হিসেবে অংশ নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।
তার এই সফরের মাধ্যমে সারাবিশ্বে লাল সবুজের পতাকা আরও একবার সমুন্নত হবে।
প্রতিযোগিতাশেষে আগামী ৫ জুলাই তিনি দেশে ফিরবেন।
তিনি বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কেরাতের রুপকার ক্বারি মুহাম্মাদ ইউসুফ (রহ)-এর বড় ছেলে।