
|| নিজস্ব প্রতিবেদক ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ২৫তম পুনর্মিলনী ফ্যামিলি ডে-২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে (পূর্বাচল) এই পুনর্মিলন অনুষ্ঠিত হয়। রিসোর্টটিতে ফ্যামিলিসহ বন্ধু-বড়ভাইদের সাথে উল্লাসে মেতে উঠেন ইবিয়ানরা। ফ্যামিলি ডে-এর আয়োজনটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের মান্যবর রাষ্ট্রদূত হাজি হারিস বিন ওসমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাছানাত আলী হাবিব এবং ইবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফয়েজ মুহাম্মদ সিরাজুল হক।

জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী।
দিনব্যাপী এই আয়োজন প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। খেলাধুলা, পিঠা উৎসব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র সহ নানা কার্যক্রমে মুখরিত ছিল পুরো দিনটি। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন গর্বিত ইবিয়ান ও এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান পুনর্মিলনীতে উপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।