বৃহস্পতিবার, অক্টোবর ১৬

ইবির পুকুরে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী, উদ্ধার করলেন সিনিয়র

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুরে গোসল করতে নেমে ডুবে যাচ্ছিল দুই শিক্ষার্থী। তারা হলেন— ফার্মেসী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পরে এক সিনিয়র শিক্ষার্থী তাদেরকে উদ্ধার করলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, সকাল ৯টায় ফুটবল মাঠে ফার্মেসী বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনাম ২০২৩-২৪ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা হয়। বেলা ১২ টার দিকে খেলা শেষ করে শাহজাদা ইসলাম ও মাহদী হাসান পুকুরে গোসল করতে নামেন। এসময় পুকুরের একপাশ থেকে অপরপাশে যাওয়ার সময় পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিল শান্ত। মাহদী শান্তকে টেনে পাড়ের দিকে আনতে গেলে সেও ডুবে যাওয়ার উপক্রম হয়। এরপর একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ পুকুরে নেমে তাদেরকে পাড়ের দিকে নিয়ে আসেন। এরপর শিক্ষার্থীরা ভ্যানে করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সৌরভ বলেন, আমরা প্রায় ৪ ঘন্টার মতো ক্রিকেট খেলা শেষে সকলে হালকা নাস্তা করে পুকুরে এসে আমি একপাশ থেকে অপর পাশ গিয়ে আবার যথাস্থানে আসি। এসময় ২ জন জুনিয়র ওপারে যাওয়ার জন্য পুকুরে নেমে মাঝখান পার হলে একজন ডুবতে থাকে। তখন অপরজন তাকে বাঁচানোর জন্য ধরতে গেলে সেও নিচের দিকে ডুবতে থাকে। তখন আমি পুকুরে নেমে ফুটবলের সহায়তায় কষ্ট করে তাদেরকে টেনে অপর পাশে নিয়ে যাই। তারপর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক খুরশিদা জাহান বলেন, তাদেরকে এখানে নিয়ে আসার পর একজন বলছিল যে হাত পা অবশ হয়ে আসছে এবং শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাদের অক্সিজেন, প্রেশার সব চেক করেছি, সবকিছু ঠিক আছে। প্রাথমিকভাবে তাদেরকে স্যালাইন দিয়েছি। এরপর ব্যাথার আর ঘুমের ইনজেকশন দিয়েছি। এখন তারা শঙ্কামুক্ত।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আপাতত তাদের অবস্থা ভালো। আরও নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আর পুকুর পাড়ে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা শিক্ষার্থীরা মানতে চায়না। তারা নিজেদের মতো করে সবকিছু ভেঙে সেখানে প্রবেশ করে। আমরা আবারও বাঁশ দিয়ে শক্ত করে এলাকাটা ঘিরে দেব। এছাড়া শনিবার মাইকিং করে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ওই একই পুকুর থেকে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার হয়৷ পরবর্তীতে তার ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসলে এ ঘটনার বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এরপর থেকেই পুকুরের দুপাশের সিঁড়ি জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সংরক্ষিত এলাকা ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা না মেনেই পুকুরে নামা শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *