সোমবার, জুলাই ৭

ইবি’র নতুন প্রো-ভিসিকে আল-কুরআন বিভাগের সংবর্ধনা

|| নিজস্ব প্রতিবেদক ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর ) বেলা ১১টায় অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ হচ্ছে একটি সুশৃঙ্খল বিভাগ। এ বিভাগের মর্যাদা ভিন্ন। অন্য কোনো বিভাগের সাথে এ বিভাগের তুলনা করা যায় না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বিভাগগুলোর মাধ্যমে শিক্ষাকার্যক্রম শুরু হয়েছিল তার মধ্যে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ অন্যতম। এ বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. এয়াকুব আলী আজ প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করায় এ বিভাগ গর্বিত বলে আমি মনে করি।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি’র সভাপতিত্বে সংবর্ধিত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী বলেন, আমরা চেষ্টা করবো এ বিশ্ববিদ্যালয়ে একটি আল-কুরআন ইনস্টিটিউট এবং আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করার। তিনি বলেন, আমি যেন ন্যায়-নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি এ জন্য সবাই দোয়া করবেন। তিনি জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। বিভাগের শিক্ষক প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. আ.ফ.ম. আকবর হোসাইন, প্রফেসর ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ, প্রফেসর ড. মোহাঃ লোকমান হোসেন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *