শুক্রবার, অক্টোবর ১০

ইবির দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি পঙ্কজ, সম্পাদক শোয়াইব

|| আবির হোসেন | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পঙ্কজ রায় সভাপতি এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ সাধারণ সম্পাদক হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. দীপক কুমার পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম, চারুকলা বিভাগের প্রভাষক অনিন্দিতা হাবিব, বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মালেক মিয়া, সংগঠনটির সাবেক সভাপতি শামীম আহমেদ শূভ ও সাধারণ সম্পাদক রায়হান জামিল এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, ‘দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের একটি পরিবার। এখানে প্রত্যেকে থাকবে সমান মর্যাদায়। মতামত ও পরামর্শের দুয়ার সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা সমিতির সকলকে এক পরিবারে রূপ দিয়ে সহযোগিতা, ভ্রাতৃত্ব ও জ্ঞানের আলোয় আমাদের এগিয়ে নেব।’

সভাপতি পঙ্কজ রায় বলেন, ‘নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের হাত ধরে আমাদের জেলাকল্যাণের কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সকলে মিলে কাজ করবো, একে অপরের কাছ থেকে শিখবো এবং সকলের উদ্ভাবনী চিন্তাভাবনা দিয়ে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *