
|| নিজস্ব প্রতিবেদক ||
কুষ্টিয়াস্থ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঠাকুরগাঁও জেলার শিক্ষার্থীদের সংগঠন- ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থী মো: মুক্তারুল হককে সভাপতি ও দাওয়া বিভাগের শিক্ষার্থী এ এম যোবায়েরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির উপদেষ্টামণ্ডলী ও পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, প্রফেসর ড. আসাদুজ্জামান বাঁধন ও প্রফেসর ড. তৌহিদুর রহমান। আহ্বায়ক কমিটিতে ছিলেন- কাইয়ুম হোসেন, হাফিজুল ইসলাম, নিশাত, কপির দেব ও মোঃ মুন্না। আজ সোমবার (২১ অক্টোবর) নতুন এই আংশিক কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার কথা বলে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন কমিটির অন্যান্য পদে রয়েছে- সহ-সভাপতি আল-আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, সাংগঠনিক সম্পাদক মিলন রানা মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা: আয়েশা সিদ্দিকা (খুশি) দপ্তর সম্পাদক মো: শাকিল আহমেদ।