
|| মো. নুরুল হুদা ||
১০ জানুয়ারি ২০২৫ তারিখ
ইবিয়ানদের মেলায় আজ,
জমেছে মনে আনন্দের সুর
দেহে পোশাকের সাজ।
মুখে আছে মিষ্টি হাসি
গল্প আর উচ্ছ্বাসে ভরা,
খুশি খুশি মন
ভালোবাসার বাঁধন
যেন সবে আত্মহারা।
ভ্রাতৃত্বের হাত ধরা একসাথে,
চিরসবুজ স্মৃতি গাঁথা প্রান্তরে।
ইবিয়ান পরিবার এক অভয়ারণ্য,
প্রাণের মিলনে সুখী ধন্য।
খেলা, গান আর মজার গল্প
খুঁজি আমরা জীবনের সারথি,
সবাই এক ছাদের তলে
ইবিয়ানদের স্মৃতি মনে পড়ে
প্রত্যেকে একে-অপরের সাথী।
ফ্যামেলী ডে মানে একটাই কথা,
ভালোবাসায় ভুলে যাই অতীতের ব্যথা।
একসঙ্গে পথচলার এক নতুন শপথ,
স্বপ্নের গন্তব্য আনন্দের রথ।
২০২৫ এর এই শুভক্ষণ,
মনে রাখুক প্রতিটি আপনজন।
ইবিয়ানদের মিলনমেলা হয়ে থাকুক
চিরন্তন প্রেরণা আর ভালোবাসায় জড়ানো সুখ।
নবীন-প্রবীণ সবাই মোরা ইবিয়ান
ভ্রাতৃত্বের বন্ধনে নেই কোন ব্যবধান,
সুখ-দুঃখে রইব একে অপরের পাশে
মোরা ঐক্যবদ্ধ গড়ব শান্তির সোপান।
লেখক: কবি মো. নুরুল হুদা রচনাকাল: ৯ জানুয়ারি, ২০২৫ খ্রি.।