
সৈয়দ ওসমান বিন হাসনাইন, ইবি প্রতিনিধি
রোজ মঙ্গলবার ১৩ই আগস্ট গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয়ে নিরাপত্তা নিশ্চিতে পাহারা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও দেশের আনাচ কানাচে ছড়িয়ে আছে তার দোসররা। অরজাকতা সৃষ্টি করে বিশ্বের কাছে দেশের মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে দাঙ্গা বাধাতে চাচ্ছে। সেই সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও জনতা সোচ্চার রয়েছেন। নিরাপত্তা বিধানে পাহারা দিচ্ছেন সংখ্যালঘুদের উপাসনালয়গুলো। অনুরুপ ইবিতেও পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় মুসলিম শিক্ষার্থীরাই এই কাজ করে যাচ্ছেন।
পাহারারত শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি সহ-সমন্বয়ক সাজ্জাতুল্লাহ শেখ বলেন, এ বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। যুগ যুগ ধরে সকলে একত্রিত হয়ে বসবাস করেছেন। এদেশে আমার যা যা অধিকার রয়েছে, তাদেরও অনুরুপ অধিকার রয়েছে। ধর্ম যার যার তবে দেশটা আমাদের সকলের। অতঃপর তিনি সকলকে আহ্বান করেন একত্রিত হয়ে এই ষড়যন্ত্রকে রুখে দিতে।
আরেক শিক্ষার্থী ও সহ-সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি ইসমাইল হোসেন রাহাত বলেন, দীর্ঘ একমাস আন্দোলন সংগ্রাম করে আমরা যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, অনুরুপ এই ষড়যন্ত্রকেও রুখে দিব। আমরা নৈরাজ্যকারীদের ষড়যন্ত্র কে রুখে দিতেই সনাতনী শিক্ষার্থীদের প্রার্থনালয়ে নিরাপত্তা নিশ্চিত করছি।